পেঁপে পাকা ফল হিসেবে অনেক গুনের উৎস । আপনাদের নিজেদের এবং বাচ্চাদের চোখের যত্নে প্রতিদিন খাওয়ান পেঁপে। ইদানীং কালে বিভিন্ন ধরনের ডিসপ্লে ব্যবহার করে প্রতিনিয়ত চোখের উপর চাপ ফেলছি আমরা । কাজেই চোখের যত্নে অভিভাবক হিসেবে প্রতিদিনের বিকেলে পেঁপে আপনাকে চোখের যাবতীয় দুরারোগ্য থেকে উপশম করবে ।
এছাড়াও পেটে পিড়া সহ শারীরিক দুর্বলতায় পেঁপে একটি মহৌষধ